আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে অ্যাশেজ সিরিজ। পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ১৯ উইকেটের পতন ঘটেছে।
টস জিতে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপে ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়। এরপর অস্ট্রেলিয়া জবাব দিতে নেমেও একই পরিস্থিতির শিকার হয়। তারা ৩৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে। নাথান লায়ন ৩ ও ব্রেন্ডান ডগেট শূন্যরানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেন আলেক্স ক্যারি। ২৪ রান করেন ক্যামেরন গ্রিন। ২১টি রান আসে ট্র্যাভিস হেডের ব্যাট থেকে। এছাড়া স্টিভেন স্মিথ ১৭ ও মিচেল স্টার্ক করেন ১২ রান।
বল হাতে বেন স্টোকস ৬ ওভারে ১ মেডেনসহ ২৩ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। জোফরা আর্চার ও ব্রাইডন কার্স নিয়েছেন ২টি করে উইকেট।
তার আগে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক একাই ধ্বসিয়ে দেন ইংল্যান্ডের ইনিংস। তিনি ১২.৫ ওভারে ৪ মেডেনসহ ৫৮ রান দিয়ে ৭টি উইকেট নেন। এছাড়া ডগেট নেন ২টি এবং গ্রিন নেন ১টি।
তাদের বোলিং তোপের মুখেও ইংল্যান্ডের হ্যারি ব্রুক ফিফটি করেন। ৫টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন তিনি। অলি পোপ মাত্র ৪ রানের জন্য ফিফটি মিস করেন। এছাড়া জেমি স্মিথ ৩৩ ও বেন ডাকেট করেন ২১ রান।