এবারের অ্যাশেজ সিরিজ শুরু হলো অন্যরকমভাবে। যেখানে টানা পাঁচদিন খেলা হওয়ার কথা, সেখানে হলো মাত্র দুই দিন। পুরো দুইদিনও নয়। কারণ, দুইদিন খেলা হলে ওভার হতো ১৮০টি। সেখানে ১৪১.১ ওভারেই শেষ পার্থ টেস্ট। অ্যাশেজ সিরিজের অন্যতম সংক্ষিপ্ত এই টেস্টে অবশ্য অস্ট্রেলিয়া জিতেছে ৮ উইকেটের ব্যবধানে।
পার্থে টস জিতে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে ৪৫.২ ওভারে অস্ট্রেলিয়া মাত্র ১৩২ রানে অলআউট হয়। ৪০ রানের লিড পেয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। এবার তারা ৩৪.৪ ওভারে মাত্র ১৬৪ রানে অলআউট হয়। তাতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২০৫ রান।
সেটা তাড়া করতে নেমে ট্র্যাভিস হেডের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ২৮.২ ওভারেই জিতে যায় অস্ট্রেলিয়া। হেড ৮৩ বলে ১৬টি চার ও ৪ ছক্কায় ১২৩ রানের ইনিংস খেলে আউট হন। আর মার্নাস লাবুশেন অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জ্যাক ওয়েদারাল্ড ২৩ রান করেন।
প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩ উইকেট। ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।