খেলাধুলা

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আয়ারল্যান্ড

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ল আয়ারল্যান্ড। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আয়ারল্যান্ড আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। জিততে বাংলাদেশকে করতে হবে ১৮২ রান।

ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪.১ ওভারেই ৪০ রান তুলে ফেলে আয়ারল্যান্ড। এই রানে পল স্টার্লিং ফিরেন ৪ চারে ২১ রান করে। স্টার্লিং ফিরলেও টেক্টর ছিলেন মারমুখী। ৭২ রানের মাথায় তিনি ১৯ বলে ৬ চারে ৩২ রান করে ফেরেন সাজঘরে।

সেখান থেকে ওয়ান ডাউনে নামা হ্যারি টেক্টর ৪৫ বলে ১টি চার ও ৫ ছক্কায় ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৮১ পর্যন্ত নিয়ে যান।

যদিও ১০৫ রানের মাথায় লরকান টাকার ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করে আউট হন। আর ১৪৯ রানের মাথায় ক্যাম্ফার ফিরেন ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করে। টেক্টরের সঙ্গে জর্জ ডকরেল ২ চারে অপরাজিত থাকেন ১২ রানে।

বল হাতে বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৪১ রানে ২টি উইকেট নেন। শরীফুল ইসলাম ৪ ওভারে ৪২ রানে ১টি ও রিশাদ হোসেন ৪ ওভারে ৩৪ রানে ১টি উইকেট নেন।