ব্রাজিলিয়ান লিগের ৩৬তম রাউন্ডে সান্তোসের হয়ে স্পোর্ট রেসিফেকে ৩-০ গোলে হারানোর ম্যাচেই ধরা দিল নেইমারের ঐতিহাসিক মুহূর্তটি। অবনমন অঞ্চলের বাইরে উঠতে এই জয়ে যেমন বড় ভূমিকা রেখেছেন নেইমার, তেমনি ম্যাচটিতে তিনি একটি গোলও করেন। আর তার অ্যাসিস্টটি ছিল ক্লাব ক্যারিয়ারের ২০০তম। সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটিই তার ৬৯তম অ্যাসিস্ট।
ক্লাবভিত্তিক নেইমারের অ্যাসিস্টসংখ্যা: পিএসজি: ৭০ টি অ্যাসিস্ট (১৭৩ ম্যাচে), সান্তোস: ৬৯ টি অ্যাসিস্ট (২৫১ ম্যাচে), বার্সেলোনা: ৫৯ টি অ্যাসিস্ট (১৮৬ ম্যাচে), আল হিলাল: ২ টি অ্যাসিস্ট (৭ ম্যাচে)।
সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ৬১৭ ম্যাচে তার মোট অ্যাসিস্ট এখন ২০০। অ্যাসিস্টের অনুপাত বা হার ০.৩২৪
উল্লেখযোগ্য বিষয় হলো, স্পোর্ট রেসিফের বিপক্ষে ম্যাচটিতে নেইমার নামেন চোট নিয়ে। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই মাঠে নেমে তিনি করেছেন এক গোল ও এক অ্যাসিস্ট। এ যেন তার প্রতিশ্রুতিরই চূড়ান্ত উদাহরণ। বর্তমানে ব্রাজিলিয়ান সিরি’এ লিগে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে নেইমারের সান্তোস।
এই ম্যাচে জয় পাওয়ায় তারা ১৭তম স্থান থেকে উঠে এসেছে ১৫তম স্থানে। যা রেলিগেশন অঞ্চল থেকে দুইধাপ উপরে।