রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারত তুলেছিল ৩৪৯ রানের বড় স্কোর। দ্রুত একটি উইকেট পড়ার পর চাপ নিতে হয়নি খুব বেশি সময়। কারণ ক্রিজে ছিলেন দুই মহারথী, বিরাট কোহলি ও রোহিত শর্মা। মাত্র ১০৯ বলে ১৩৬ রানের ঝড়ো জুটি গড়ে ভারতকে পোক্ত ভিত্তি উপহার দেন তারা।
আর এ দু’জনের ভূমিকা নিয়েই মুখ খুললেন ভারতের সাবেক তারকা মোহাম্মদ কাইফ। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ জানান, রোহিত–কোহলি না থাকলে ভারত একরকম হেরে যেত। তার ভাষায়, দলের জয়ের সাথে এ দুই সিনিয়রের অবদান সরাসরি যুক্ত।
তিনি বলেন, “না, একদমই না। বিরাট কোহলি আর রোহিত শর্মা আউট হলে আপনি ম্যাচ হারবেন। তখন এত রান তো দূরের কথা, ২০০–ই করতে পারবেন না। প্রথম কথা হলো- ৩০০, ৩৫০ রান না করলে দক্ষিণ আফ্রিকা আপনাকে চেপে দেবে। তাই আমার মনে হয় এই জয়ের সঙ্গে রোহিত–কোহলির অবদান একেবারে সরাসরি। আপনারা তরুণ ক্রিকেটারদের কথা বলছেন- ওরা এখনই এসে ২০০ রান করিয়ে দিতে পারবে না। শেষে আবার আপনাকে রোহিত আর কোহলির কাছেই ফিরতে হয়েছে।”
রোহিত-কোহলির জুটিকে তিনি তুলনা করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে তাদের আরেক বিখ্যাত জুটির সঙ্গে। কাইফ মনে করেন, বয়স বাড়লেও দলের জন্য তাদের প্রয়োজনীয়তা কমেনি; বরং ভারতের রূপান্তরের এই সময়ে (শুভমান গিলের নেতৃত্বে) তারা আরও গুরুত্বপূর্ণ।
কাইফ বলেন, “কোহলি সেঞ্চুরি করলো। এই জয়ের সঙ্গে ওর ব্যাটের রান সরাসরি যুক্ত। সাতটা ছক্কা মারলো। রোহিত তিনটা। তারা আবার দারুণ জুটি গড়লো। যেমনটা সিডনি টেস্টের সময় করেছিল। ভারতের অবস্থা ওই সময় খুব খারাপ ছিল। টেস্ট সিরিজ হারার পর এই জয় একটু স্বস্তি দিল। পুরনোরা এখনো সোনা। বয়স বাড়ছে, কোহলি ৩৭, রোহিত ৩৮। তবুও এ ম্যাচে তাদেরই দরকার ছিল। তারা রান না করলে দক্ষিণ আফ্রিকা খুব সহজে জিতে যেত।”
আগামী ৩ ডিসেম্বর রায়পুরে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত।