সারা বাংলা

খুলনায় আবারো গুলি করে হত্যা

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হন দেবাশীষ বিশ্বাস (৩০) নামে পশু চিকিৎসক। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে বাজারের একটি চায়ের দোকানে হত্যাকাণ্ডটি ঘটে। কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। 

নিহত এমদাদুল শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কয়েক বছর আগে স্থানীয় একটি পত্রিকার আড়ংঘটা প্রতিনিধি ছিলেন। আহত দেবাশীষ বিশ্বাস একই এলাকার রবিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। 

প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন সন্ত্রাসী ওই চায়ের দোকানে আসে। উপ‌স্থিত জনতা কিছু বুঝে ওঠার আগেই তারা ফাঁকা গু‌লি ক‌রে। স্থানীয়রা দিক‌বি‌দিক ছুটাছু‌টি ক‌রতে থাকেন। এসময় দুইজন সন্ত্রাসী চা‌য়ের দোকা‌নে ভেত‌রে গি‌য়ে এমদাদু‌লের মাথায় পিস্তল ঠে‌কি‌য়ে গু‌লি করে। ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। পরবর্তী‌তে তারা স্থানীয় পশু চি‌কিৎসক দেবাশী‌ষের মাথায় গু‌লি করে। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যান। তার অবস্থা আশংকাজনক।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, ‍“শলুয়া বাজারে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একজন মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন।”

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, “শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি মারা গেছেন। দেবাশীষ নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে হত্যার বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত চলছে।”

খুলনার পূর্ব রূপসায় সাগর শেখ (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে গত ১৪ ডিসেম্বর রাতে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। 

এর আগে, গত রবিাবর ৩০ নভেম্বর দুপুর ১২টার দিকে মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় খুলনায় আদালতের প্রধান ফটকের সামনের রাস্তায় দুইজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম ফজলে রাব্বি রাজন। অন্যজনের নাম হাসিব। তারা সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।