ভারতীয় ক্রিকেটে বড়সড় রদবদলের আভাস মিলছে। খুব শিগগিরই ২০২৫-২৬ মৌসুমের জন্য খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হতে যাচ্ছে দুই মহাতারকা-রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ঘিরে।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে ‘এ+’ গ্রেডে থাকা রোহিত ও কোহলিকে এক ধাপ নামিয়ে ‘এ’ ক্যাটাগরিতে আনা হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এই দুই অভিজ্ঞ ক্রিকেটার এখন কেবল একটি ফরম্যাটেই নিয়মিত খেলছেন। বিসিসিআইয়ের নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ‘এ+’ গ্রেড সাধারণত তাদের জন্যই সংরক্ষিত, যারা অন্তত দুই কিংবা তিন ফরম্যাটেই সক্রিয়।
এই পরিবর্তনের সবচেয়ে বড় সুফল পেতে যাচ্ছেন ভারতের বর্তমান ওয়ানডে ও টেস্ট অধিনায়ক শুভমান গিল। ‘এ’ গ্রেড থেকে তাকে উন্নীত করে সরাসরি ‘এ+’ ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে। এই গ্রেডে গিলের সঙ্গে থাকবেন কেবল দুই তারকা- জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।
দীর্ঘ বিরতির পর কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন ইশান কিশান। সম্ভাব্যভাবে তাকে রাখা হচ্ছে ‘বি’ গ্রেডে। ঠিক যেমনটি আছে শ্রেয়াস আইয়ারের। উল্লেখ্য, ২০২৪ সালে শৃঙ্খলাজনিত কারণে বিসিসিআই এই দুই ক্রিকেটারকেই চুক্তির বাইরে রেখেছিল।
আইয়ার আগেই চুক্তিতে ফিরলেও, ইশানকে অপেক্ষা করতে হয়েছে। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫-২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স সব হিসাব বদলে দিয়েছে। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দলে জায়গা পাওয়ার দৌড়েও আবার ফিরে এসেছেন বাঁহাতি এই উইকেটকিপার-ব্যাটার।
বর্তমান বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি তালিকা (২০২৪-২৫): গ্রেড এ+: বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। গ্রেড এ: রিশভ পান্ত, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া।
গ্রেড বি: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়সওয়াল।
গ্রেড সি: রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাটিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ইশান কিশান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা
এদিকে, একই প্রতিবেদনে আরও জানানো হয়েছে- দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের দাবি পূরণে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাবও বিবেচনায় নিচ্ছে বিসিসিআই। কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি এই সিদ্ধান্তও বাস্তবায়িত হলে উপকৃত হবে দেশের পুরো ক্রিকেট কাঠামো।