খেলাধুলা

রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নোয়াখালী

চায়ের নগরী সিলেটে বিপিএল-এর দ্বাদশ আসরের ষষ্ঠ লড়াইয়ে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের দুই ভিন্ন মেরুর দল নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্যে জয়ী হয়েছেন রাজশাহীর কাপ্তান নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের সুবিধা নিতে তিনি কোনো দ্বিধা ছাড়াই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

শান্তর আমন্ত্রণে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে নোয়াখালী এক্সপ্রেস। তবে মাঠের লড়াইয়ে আজ নোয়াখালীর নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে; নিয়মিত অধিনায়কের পরিবর্তে দলের হাল ধরেছেন পাকিস্তানি রিক্রুট হায়দার আলী। শান্তর ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের পেছনে বিকেলের উইকেটে বোলারদের মুভমেন্ট পাওয়ার আশা এবং পরবর্তীতে রান তাড়া করার সহজ সমীকরণ কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। তবে ফলাফলের দিক থেকে এগিয়ে আছে রাজশাহী ওয়ারিয়র্স; এক জয়ে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। অন্যদিকে, নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস এখনও তাদের অভিষেক জয়ের খোঁজে রয়েছে। আজ হায়দার আলীর হাত ধরে প্রথম পয়েন্ট অর্জনের লক্ষ্যে মাঠে নামছে তারা, আর শান্তর লক্ষ্য জয়ের ধারা বজায় রাখা।

চায়ের নগরীর এই মন্থর উইকেটে হায়দারের দল কত বড় লক্ষ্য রাজশাহীর সামনে ছুড়ে দিতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

 রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো, রিপন মন্ডল ও হাসান মুরাদ।

নোয়াখালী এক্সপ্রেস একাদশ: মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, হায়দার আলী (অধিনায়ক), মাহিদুল ইসলাম আঙ্কন, সাব্বির হোসেন, জাকের আলী অনিক (উইকেটকিপার), রেজাউর রহমান রাজা,  হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান ও বিলাল সামি।