রাশিয়া বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপ শুরুর আগের দিন বরখাস্ত স্পেনের কোচ

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের দুই দিন আগে বড় ধাক্কাই খেল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দলটির কোচ জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার হুট করেই রিয়াল মাদ্রিদ তাদের স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বিকেলে সেটিই সত্যি হলো। সংবাদ সম্মেলনে লোপেতেগুইকে বরখাস্ত করার কথা জানান আরএফইএফয়ের সভাপতি লুইস রুবিয়ালেস। আরএফইএফ বলছে, তাদেরকে কিছু না জানিয়েই রিয়ালের সঙ্গে যোগাযোগ করেন লোপেতেগুই। আর এ কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে। রাশিয়া বিশ্বকাপ শুরু হচ্ছে বৃহস্পতিবার। শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। ২০১৬ সালে ভিসেন্তে দেল বস্কের অবসরের পর । এই সময়ে তার অধীনে স্পেনে ২০ ম্যাচের ১৪টি জিতেছে, বাকি ছয়টি ড্র হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৮/পরাগ