খেলাধুলা

শেষ ওয়ানডের বাংলাদেশ ‘এ’ দলে সাইফউদ্দিন-সোহাগ

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল ওয়ানডের বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও অফ স্পিনার সোহাগ গাজী। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। প্রথম দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তানভীর ইসলাম ও এবাদত হোসেন। তাদের জায়গায় এসেছেন সাইফউদ্দিন ও সোহাগ। সাইফউদ্দিন চট্টগ্রামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছিলেন। তিন বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা সোহাগের ‘এ’ দলে ডাক পাওয়াটা ভালো সুযোগ। প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল। একই মাঠে শনিবার হবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ। শেষ ওয়ানডের বাংলাদেশ এ দল: সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল-আমিন জুনিয়র, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বী, সাইফ হাসান, মিজানুর রহমান, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/পরাগ