খেলাধুলা

লর্ডসে ১০০ বছরে দ্বিতীয় সংক্ষিপ্ততম ইনিংস ভারতের!

ক্রীড়া ডেস্ক : জেমস অ্যান্ডারসনের অসাধারণ সুইং বোলিংয়ের প্রদর্শনীতে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে । ভারতের ইনিংস স্থায়ী হয় মাত্র ৩৫.২ ওভার। লর্ডসে গত ১০০ বছরে প্রথমে ব্যাট করে ওভারের হিসাবে কোনো দলের দ্বিতীয় সংক্ষিপ্ততম ইনিংস এটি। সবচেয়ে সংক্ষিপ্ততম ইনিংসের রেকর্ড জিম্বাবুয়ের, ২০০০ সালে জিম্বাবুয়ে গুটিয়ে গিয়েছিল ৩০.৩ ওভারে। বিশ্বের অন্যতম সেরা এই মাঠে প্রথমে ব্যাট করে সব মিলিয়ে এটি (ভারতের ৩৫.৩) চতুর্থ সংক্ষিপ্ততম ইনিংস। আর ভারতের দ্বিতীয় সংক্ষিপ্ততম। ১৯৭৪ সালে ভারত ৪২ রানে অলআউট হয়েছিল ১৭ ওভারে, যা এখনো লর্ডসে তাদের সবচেয়ে সংক্ষিপ্ততম ইনিংস। লর্ডসে গত ১০০ বছরে সংক্ষিপ্ততম পাঁচ ইনিংস

দল

স্কোর

ওভার

প্রতিপক্ষ

সাল

ফল

জিম্বাবুয়ে

৮৩

৩০.৩

ইংল্যান্ড

২০০০

হার

ভারত

১০৭

৩৫.২

ইংল্যান্ড

২০১৮

-

বাংলাদেশ

১০৮

৩৮.২

ইংল্যান্ড

২০০৫

হার

অস্ট্রেলিয়া

১৯০

৪০.২

ইংল্যান্ড

২০০৫

জয়

ইংল্যান্ড

৭৭

৪২.৩

অস্ট্রেলিয়া

১৯৯৭

ড্র

   

রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৮/পরাগ