খেলাধুলা

মেসি-রোনালদো কে কাকে ভোট দিলেন?

ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে হারিয়ে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জেতেন বার্সেলোনা ও আর্জেন্টিনা তারকা মেসি। ইতালির মিলানের অপেরা হাউজ লা স্কালায় সোমবার রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

ফিফার সদস্য প্রতিটি দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক ও একজন সাংবাদিকের ভোটে নির্বাচিত হন বিজয়ী। প্রত্যেক ভোটার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এভাবে তার পছন্দের তিনজনকে ভোট করতে পারেন। এর মধ্যে নির্বাচিত প্রথমজন ৫, দ্বিতীয়জন ৩ এবং তৃতীয়জন পান ১ পয়েন্ট।

প্রতিবার ফল ঘোষণার পরপর কে কাকে ভোট দিয়েছেন, এর তালিকা প্রকাশ করে ফিফা। এবার ফিফা বর্ষসেরার ভোট তালিকা প্রকাশের পর দেখা গেছে, মেসি রোনালদোকে ভোট দিলেও রোনালদো ভোট দেননি মেসিকে।

মেসি প্রথম ভোটটি দিয়েছেন লিভারপুল ও সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানেকে। দ্বিতীয় ভোটটি দিয়েছেন রোনালদোকে। আর তিন নম্বর ভোটটি দিয়েছেন ক্লাব সতীর্থ ফ্রাঙ্কি ডি ইয়ংকে।

রোনালদো তার তিন ভোটের একটিতেও মেসিকে জায়গা দেননি। জুভেন্টাসের পর্তুগিজ তারকা প্রথম ভোট দিয়েছেন ক্লাব সতীর্থ ম্যাথিয়াস ডি লিটকে। দ্বিতীয় ভোট ডি ইয়ং ও তৃতীয়টি কিলিয়ান এমবাপেকে।

সেরা তিনের মনোনয়ন পাওয়া ফন ডাইক অবশ্য মেসিকেই রেখেছেন প্রথম পছন্দ হিসেবে। তার দ্বিতীয় ও তৃতীয় ভোট পেয়েছেন যথাক্রমে ক্লাব সতীর্থ মোহাম্মদ সালাহ ও সাদিও মানে।

   

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়ার অবশ্য মতের অমিল দেখা গেছে। জামালের প্রথম পছন্দ রোনালদো। তিনি মেসিকে বেছে নিয়েছেন দ্বিতীয়তে। আর তৃতীয় ভোটটি দিয়েছেন এডেন হ্যাজার্ডকে।

আর জেমি প্রথম ভোটটি দিয়েছেন মেসিকে। জেমির তালিকায় রোনালদো নেই। তিনি দ্বিতীয় ও তৃতীয় হিসেবে বেছে নিয়েছেন ফন ডাইক ও হ্যাজার্ডকে।

চলুন দেখে নিই এই সময়ের তারকা অধিনায়ক ও কোচরা কে কাকে ভোট দিলেন:

লিওনেল মেসি- সাদিও মানে, ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রাঙ্কি ডি ইয়ং

ক্রিস্টিয়ানো রোনালদো- ম্যাথিয়াস ডি লিট, ফ্রাঙ্কি ডি ইয়ং, কিলিয়ান এমবাপে

ভার্জিল ফন ডাইক- লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ, সাদিও মানে

হ্যারি কেন- লিওনেল মেসি, ভার্জিল ফন ডাইক, ক্রিস্টিয়ানো রোনালদো

গ্যারেথ সাউথগেট-  লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ভার্জিল ফন ডাইক

অ্যান্ডি রবার্টসন- ভার্জিল ফন ডাইক, ফ্রাঙ্কি ডি ইয়ং, সাদিও মানে

এডেন হ্যাজার্ড- সাদিও মানে, ভার্জিল ফন ডাইক, লিওনেল মেসি

লুকা মডরিচ- ক্রিস্টিয়ানো রোনালদো, এডেন হ্যাজার্ড, লিওনেল মেসি

হুগো লরিস- লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে ঢাকা/পরাগ