খেলাধুলা

হঠাৎ দেশে ফিরছেন সাকিব 

দেশের ক্রীড়াঙ্গন সরগরম বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে। তার এক সাক্ষাৎকারের পর চারদিকে নানা আলোচনা-সমালোচনা। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই হঠাৎ করে দেশে ফিরছেন সাকিব।

সোমবার দিবাগত রাত ২টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে সাকিবের। বিসিবির প্রটোকল কমিটির সদস্য ওয়াসিম খান রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন সাকিবের আসার বিষয়টি।

ওয়াসিম বলনে, ‘কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন। রাত ২টায় সাকিবকে বহন করা বিমান অবতরণ করবে।’

এর আগে গত শনিবার এক সাক্ষাতকারে দেশের ক্রিকেট বোর্ডের তুমুল সমালোচনা করেন সাকিব। অভিযোগ করেন শ্রীলঙ্কা সিরিজে খেলতে না যাওয়া নিয়ে দেওয়া চিঠির ভুল ব্যখা দিয়েছে বোর্ড। এ ছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরে প্রশ্ন তোলেন বোর্ডের বিপক্ষে।

সাক্ষাৎকার দেওয়ার পরদিন এক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ও বিসিবি পরিচালকরা। বাংলাদেশ দলের নিউ জিল্যান্ড সফর নিয়ে এই বৈঠক হলেও আলোচনায় আসে সাকিবের বিষয়টিও। তবে সাক্ষাৎকারের পুরো ভিডিও দেখে প্রতিক্রিয়া দেবে বোর্ড। 

*সাকিবের আইপিএল অনাপত্তিপত্র পুনর্বিবেচনা করবে বিসিবি

*আমাদের এভাবে কী সম্মান দেখালো সাকিব, প্রশ্ন দূর্জয়ের

*মাঠের বাইরে সাকিব কিন্তু ঠিকই ‘খেলছেন’!