ডমিনিকায় চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। ২ উইকেট হারিয়ে ৩১২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। ক্রিজে কোহলি ৩৯ ও যশস্বী জয়সাল ১৪৩ রান নিয়ে অপরাজিত আছেন।
এদিন কোহলি দুটি রেকর্ড গড়েন। শুভমান গিল আউট হওয়ার পর তিনি মাঠে নামেন। ৮০ বল মোকাবিলা করে কোনো বাউন্ডারি না হাঁকিয়ে ২৫ রান করেন। এরপর ৮১তম বলে গিয়ে ওয়ারিকানকে এক্সট্রা কাভার দিয়ে চার মারেন। চার হাঁকিয়ে তিনি দারুণ এক উদযাপন করেন। ৯৬ বল খেলে ৩৯ রান করে দিন শেষ করেন তিনি।
তবে এদিন ৩৬ রান করার মধ্য দিয়ে বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহক হয়ে যান। তার বর্তমান রান ৮৫১৫টি। শেবাগের রান ৮৫০৩টি। ৮৭৮১ রান নিয়ে তার সামনে আছেন ভিভিএস লক্ষ্মণ।
অর্থাৎ এদিন দিনি শেবাগের রেকর্ড ভাঙার পাশাপাশি টেস্টে সাড়ে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।