খেলাধুলা

বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হল আজ রবিবার। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের সহকারী মামুনুর রাশিদ ভেন্যু থেকে বেরিয়ে জানিয়েছেন, ‘‘আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ। গননার পর জানা যাবে কতজন ভোট দিয়েছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ফল ঘোষণার সময় আছে।’’

উত্তাপহীন গেল এবারের নির্বাচন। নির্বাচনে হেভিওয়েট অনেক প্রার্থী সরে যাওয়াতে ফাঁকা মাঠে গোল দিচ্ছেন অনেকে। জেলা-বিভাগ থেকে ১০ পরিচালকের ৮ জনই বলতে গেলে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। ক্লাব ক্যাটাগরি থেকে কারা আসবেন, সেটিও আগেই মোটামুটি ঠিকঠাক।

শুধু ক্যাটাগরি–৩ এর নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালের মধ্যে লড়াই হয়েছে তীব্র।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৬ জন। সরাসরি ভোট দেয়ার কথা ৯৮ জন।  ই-ব্যালটে ৫৮ জন। তবে জানা গেছে ক্যাটাগরি-২ থেকে ৭৬ জন ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন ৪৩ জন। ক্যাটাগরি-৩ থেকে ৪৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৪ জন।

বিসিবির পরিচালক হবেন মোট ২৫ জন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। বাকি ২৩ জন পরিচালককে নির্বাচিত করবেন কাউন্সিলররা। পরিচালক নির্বাচনের পর পরিচালকদের ভোটে নির্বাচিত হবে বিসিবি সভাপতি।