আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক শততম টেস্টের দ্বিতীয় দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মুশফিকুর রহিম রচিত করলেন আরেকটি বিখ্যাত অধ্যায়। ধীরস্থির ১৯৫টি বল মোকাবিলার পর পাঁচটি দৃষ্টিনন্দন চারে পূর্ণ করলেন তার পরিশ্রমে গড়া সেঞ্চুরি।
একশতম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে তুললেন ক্রিকেট ইতিহাসের এক বিশেষ অলিন্দে। বিশেষ এলিট ক্লাবে নাম লেখানো মাত্র দশম ক্রিকেটার তিনি। বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডাবল’ আবারও প্রমাণ করলেন, চাপে-ঠাসা মুহূর্তেও তিনিই সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়।
এর আগে মাত্র ১০ জন ক্রিকেটার এই মাইলফলক স্পর্শ করেছিলেন। সেই তালিকায় আছেন কিংবদন্তিরা। ইংল্যান্ডের কোলিন কাউড্রে হলেন এই ক্লাবে প্রথম। আর রিকি পন্টিং তো ইতিহাসেই অনন্য। একশতম টেস্টে দু’ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটসম্যান। এছাড়া আরেক ইংলিশ ব্যাটসম্যান জো রুট শততম টেস্টে খেলেছেন সর্বোচ্চ রানের ইনিংস। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।
শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের এলিট তালিকা—
ইংল্যান্ড কোলিন কাউড্রে- শততম টেস্টে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার, অ্যালেক স্টুয়ার্ট, জো রুট- শততম টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক (২১৮ রান)।
পাকিস্তান জাভেদ মিয়াঁদাদ- ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান, যিনি টেস্ট অভিষেক ও শততম টেস্ট; দু’টিতেই সেঞ্চুরি করেছেন। ইনজামাম-উল-হক।
ওয়েস্ট ইন্ডিজ গর্ডন গ্রিনিজ- অভিষেক ও শততম টেস্ট, দু’ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো মিয়াঁদাদেরই পথের অনুসারী।
অস্ট্রেলিয়া রিকি পন্টিং- শততম টেস্টে দু’ইনিংসে দু’টি সেঞ্চুরি হাঁকানো একমাত্র ক্রিকেটার। ডেভিড ওয়ার্নার- শততম টেস্টে ডাবল সেঞ্চুরি।
দক্ষিণ আফ্রিকা গ্রায়েম স্মিথ হাশিম আমলা।