খেলাধুলা

ভূমিকম্পে বন্ধ থাকল মিরপুরের খেলা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল‌্যান্ডের মধ‌্যকার টেস্টের তৃতীয় দিনের খেলা চলছিল। হঠ‌্যাৎ ভূমিকম্পে অন‌্য সবকিছুর মতো নড়ে উঠল স্টেডিয়ামও। মাঠের ভেতরে থাকা খেলোয়াড়রা শুরুতে বুঝতে পারেননি। পরে বুঝতে পেরেই নিরাপদ স্থানে দাঁড়িয়ে যান।

এছাড়া ড্রেসিংরুমে থাকা খেলোয়াড়রা দ্রুত বেরিয়ে এসে ডাগ আউটে দাঁড়িয়ে থাকেন। মুহূর্তেই অনাকাঙ্খিত এক ঘটনার মুখোমুখি ঢাকা টেস্ট। বাংলাদেশের অফস্পিনার মিরাজ তখন বোলিংয়ের প্রস্তুতির নিচ্ছিলেন। তখনই ভূমিকম্প কাঁপিয়ে দেয় গোটা স্টেডিয়াম।

প্রেসবক্সে চলে ছোটাছুটি। ভয়ংকর ঝাঁকুনিতে কাঁপতে থাকল চেয়ার-টেবিল। ধারাভাষ‌্য কক্ষ থাকা ধারাভাষ‌্যকাররাও বেরিয়ে আসেন। সংবাদ কর্মী ও ধারাভাষ‌্যকাররা সিঁড়ি দিয়ে বেরিয়ে ছুটে যান মিডিয়া ভবনের সামনে। আম্পায়াররা তাৎক্ষণিক খেলা বন্ধ করে দিয়েছিলেন। প্রায় পৌনে চার মিনিটের মতো খেলা বন্ধ রাখেন অফিসিয়ালরা। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে মিরাজ আবার খেলা বোলিং শুরু করেন।