খেলাধুলা

আর্সেনালের হারের রাতে দারুণ জয়ে ব্যবধান কমাল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল, লিভারপুল ও চেলসি। তবে তিন জায়ান্টের পয়েন্ট হারানোর রাতে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হয়েছে মাত্র ২!

আর্সেনালকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে লিভারপুল ৩-৩ গোলে ড্র করেছে লিডস ইউনাইটেডের সঙ্গে। আর চেলসি গোলশূন্য ড্র করেছে বোর্নেমাউথের সঙ্গে। তবে ম্যানচেস্টার সিটি ৩-০ ব্যবধানে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। তাতে ১৫ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে শীর্ষে। ১৫ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে চেলসি চতুর্থ ও ২৩ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে অষ্টম স্থানে।

ঘরের মাঠে গোল পেতে কিছুটা সময় নেয় ম্যানসিটি। ৩১ মিনিটের মাথায় আসে প্রথম গোল। এ সময় রায়ান চেরকির বাড়ানো বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জালে জড়ান রুবেন দিয়াস। ৩৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে স্কাই ব্লুজরা। এ সময় কর্নার পায় ম্যানসিটি। কর্নার থেকে ফিল ফোডেনের উড়িয়ে মারা বলে খুব কাছ থেকে হেড দিয়ে জালে জড়ান জোস্কো গভার্দিওল। প্রথমার্ধের যোগ করা সময়ে জেরেমি ডকুর নেওয়া দারুণ একটি শট সান্ডারল্যান্ডের গোলরক্ষক রুখে দিলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

বিরতির পর ৫২ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেছিলেন ফিল ফোডেন। কিন্তু সেটা রুখে দেয় সান্ডারল্যান্ডের রক্ষণভাগ। তবে ৬৫ মিনিটে ফোডেন তার কাঙ্খিত গোলে ব্যবধান ৩-০ করেন। তাকে গোলে সহায়তা করেন রায়ান চেরকি। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। আর জিততে আর গোলের প্রয়োজনও হয়নি ম্যানচেস্টার সিটির।