খেলাধুলা

বিগ ব‌্যাশে রিশাদের ঝুলিতে আরো ২ উইকেট

৫ ম‌্যাচে ৮ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন রিশাদ হোসেন। বিপিএল ছেড়ে বিগ ব‌্যাশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রিশাদ হোসেন নিজের সঙ্গে চ‌্যালেঞ্জ নিয়েছিলেন। সেই চ‌্যালেঞ্জে জিতে যাচ্ছেন বলেই মনে হচ্ছে। নিয়মিত উইকেট পাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার। তার দারুণ বোলিংয়ে জিতছে তার দল হোবার্ট হ‌্যারিকেন্সও।

সোমবার (২৯ ডিসেম্বর) রিশাদ বল হাতে ২ উইকেট পেয়েছেন। দলের ৪ উইকেটে জয় পাওয়া ম‌্যাচে রিশাদ ৩৪ রানে ২ উইকেট পেয়েছেন। সঙ্গে নিয়েছেন ১টি ক‌্যাচ। হোবার্ট হ‌্যারিকেন্সের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেছেন তিনি।

নিজেদের মাঠে রিশাদ এদিন মোহাম্মদ রিজওয়ান ও জেক ফ্রেসার মাকগার্গের উইকেট নেন। রিজওয়ান তার বলে রিভার্স সুইপ করতে গিয়ে ব‌্যাকওয়ার্ড পয়েন্টে ক‌্যাচ দেন। মাকগার্গ রিশাদের শর্ট বল পুল করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন। পরপর দুই ওভারে মিড অর্ডারে দুই উইকেট নিয়ে রিশাদ রানের লাগাম টেনে ধরেন।

আগে ব‌্যাটিংয়ে নেমে মেলবোর্ন রেনেগেডস ৯ উইকেটে ১৬২ রান করে। জবাব দিতে নেমে হোবার্ট ৬ বল আগে ৪ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। ৩০ রানে ৩ উইকেট নিয়ে নাথান এলিস হোবার্টের জয়ের নায়ক।

৫ ম‌্যাচে এটি হোবার্ট হ‌্যারিকেন্সের চতুর্থ জয়। ৪ ম‌্যাচে ৪টিতে জিতে শীর্ষে আছে মেলবোর্ন স্টার্স।