সারা বাংলা

থানচিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

বান্দরবানে থানচি উপজেলায় ১২ দিন পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। থানচি উপজেলার মানুষ বিদ্যুৎ পেলেও রুমা উপজেলায় এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ১২ দিন বন্ধ রুমা-থানচি সড়ক যোগাযোগ, নৌ পথই ভরসা

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি মাসে বান্দরবানে ২-৮ আগস্ট টানা সাতদিন ভারী বৃষ্টি বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। এর ফলে থানচির সঙ্গে জেলা শহরের সড়ক ব্যবস্থা ভেঙে পড়ে। একই সঙ্গে এই উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বিদ্যুৎ আসায় বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। 

আরও পড়ুন: সড়ক পরিবহন সচিবের রুমা-থানচি সড়ক পরিদর্শন

থানচি বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে থানচিবাসী বিদ্যুৎ পেয়েছে। আধুনিক সভ্যতার যুগে বিদ্যুৎ থাকলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হয়ে যায়। থানচি এলাকায় আবারো মানুষের কর্মচাঞ্চল্য ফিরে আসবে। 

আরও পড়ুন: রুমা-থানচিতে পাহাড় ধসে যোগাযোগ বিছিন্ন 

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, বন্যা ও পাহাড় ধসে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে থানচি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাতদিন পরিশ্রমের ফলে আজ ১২ দিন পর থানচিতে বিদ্যুৎ সংযোগ সচল হয়েছে। আগামী কয়েকদিনের মধ্য রুমা উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।