রাঙামাটির কর্ণফুলী নদীতে স্রোত কিছুটা কমে আসায় চন্দ্রঘোণা-রাইখালী রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। চারদিন পর সোমবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে এই রুটে ফেরি চলতে শুরু করে। ফলে স্বস্তি ফিরে এসেছে যাতায়াতকারীদের মধ্যে। সকালে রাঙামাটি থেকে রাজস্থলী-বান্দরবানগামী যাত্রীবাহী বাস ছেড়ে গেছে।
কাপ্তাই বাঁধ খুলে দেওয়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বলেন, “নদীতে স্রোত কিছুটা কমে আসায় আজ সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।”
ফেরির ইনচার্জ মো. আরমান ও ফেরি চালক মো. আমিন জানান, চারদিন বন্ধ ছিল ফেরি চলাচল। এর মধ্যে দুই-একবার ফেরি চালানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু স্রোতের কারণে সেটা সম্ভব হয়নি। আজ সকাল থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। নদীর দুই পাশে প্রচুর গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।