জাতীয়

লঞ্চডুবি: নারায়ণগঞ্জ থেকে আসছে উদ্ধারকারী জাহাজ

বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ।

সোমবার (২৯ জুন) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। লঞ্চটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে বিআইডব্লিউটি’র উদ্ধারকারী জাহাজ। ওই জাহাজটি এসে পৌঁছালে উদ্ধার তৎপরতা গতি পাবে বলে মনে করছে ফায়ার সার্ভিস।

আজ সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

** বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

** বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৫ জনের লাশ উদ্ধার

** অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

ঢাকা/মামুন/ইভা