ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত বেড়ে ৩০

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত বেড়ে ৩০

বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

সোমবার (২৯ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সোমবার দুপুর ১টা পর্যন্ত মোট ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২৩ জন পুরুষ, পাঁচজন নারী ও দুইজন শিশু রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া বিভাগের কর্মকর্তা হায়াৎ ইবনে সিদ্দীক রাইজিংবিডিকে জানান, উদ্ধার হওয়া লাশগুলো ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের সামনে রাখা হয়েছে। সেখান থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক সালেহউদ্দিন জানান, যেখানে লঞ্চটি ডুবেছে সেখানে ৫০ ফুট গভীরতা রয়েছে। লঞ্চটি উদ্ধারে   নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে বিআইডব্লিউটিএর একটি উদ্ধারকারী জাহাজ।

এদিকে, লঞ্চ ডুবে যাওয়ার খবরে নদীর দুই পাড়ে উৎসুক জনতা ভিড় করেছে। ভিড় করছেন ডুবে যাওয়া যাত্রীদের স্বজনরা।

আজ সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি অর্ধশতাধিক যাতী নিয়ে ডুবে যায়।

** ডাক্তার দেখাতে এসে লাশ হলেন একই পরিবারের ৩ জন

** বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

**বুড়িগঙ্গা পাড়ে কান্না

**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ আটক

**লঞ্চডুবি: নারায়ণগঞ্জ থেকে আসছে উদ্ধারকারী জাহাজ

**বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত বেড়ে ৩০

**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৫ জনের লাশ উদ্ধার

**অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

 

 

 


ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়