ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৮, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চ ডুবে গেছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়।

আজ বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোজিনা আক্তার বলেন, সকাল ১০টার দিকে ফরাশগঞ্জে শ্যামবাজার এলাকায় যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় অপর একটি লঞ্চ ডুবে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে।  


ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়