জাতীয়

বিশেষ ব‌্যবস্থায় তোলা হবে লঞ্চটি

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি বিশেষ ব‌্যবস্থায় তোলার চেষ্টা করা হচ্ছে। এ পদ্ধতিতে প্রথমে ডুবন্ত লঞ্চের নিচে বিশেষ বস্তা (কুশন) দেওয়া হবে। পরে এতে বাতাস ভরা হবে। এতে লঞ্চটি ভেসে উঠবে। উদ্ধারকারী জাহাজ প্রত‌্যয় দুর্ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঞ্চটি উদ্ধারের চেষ্টা অব্যাহত ছিল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, লঞ্চটি উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ পুলিশের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ বস্তায় হাওয়া ভরে লঞ্চটি ওপরে তোলার চেষ্টা করা হচ্ছে। চারদিকেই বস্তা ফেলা হয়েছে। তবে লঞ্চটি অনেক গভীরে থাকায় তুলতে বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন রাইজিংবিডিকে বলেছেন, ‘প্রাথমিকভাবে আমরা এটুকু নিশ্চিত হয়েছি যে, আরেকটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এখন কার দোষ, কেন এটা হলো—এসব বিষয়ে তদন্ত করা হবে। লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে।’

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় শতাধিক যাত্রীবাহী মর্নিং বার্ড। শনিবার রাত পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকেই নিখোঁজ রয়েছেন। কিছু মানুষ সাঁতরে পাড়ে ওঠায় বেঁচে যান।

** লঞ্চডুবি: নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটির সদস্য বেড়ে ৭

** বুড়িগঙ্গায় লঞ্চডুবি: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি

** ডাক্তার দেখাতে এসে লাশ হলেন একই পরিবারের ৩ জন

** বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

**বুড়িগঙ্গা পাড়ে কান্না

**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ আটক

**লঞ্চডুবি: নারায়ণগঞ্জ থেকে আসছে উদ্ধারকারী জাহাজ

**বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত বেড়ে ৩০

**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৫ জনের লাশ উদ্ধার

**অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

ঢাকা/মাকসুদ/রফিক