জাতীয়

দেশের ৫ বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে 

দেশের ৫ বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়া, ছয় অঞ্চল ও তিন বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (১৭ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ‌্য জানানো হয়েছে।  

আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম বলেন, ‘রাজশাহী, পাবনা, রাঙ্গামাটি, চাঁদপুর, মাইজদী কোর্ট এবং ফেনী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’ 

তিনি বলেন, ‘তাপপ্রবাহের পাশাপাশি আজ দেশের ৫ বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।’   সারাদেশে আজ দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘তাউকতে’ প্রাণ গেছে ১৭ জনের  র্ণিঝড় ‘তাউকতে’ আঘাত হেনেছে কর্নাটক উপকূলে