ফেরেঙ্ক পুসকাসের পর সবচেয়ে দ্রুত ৪৪টি লা লিগা গোল করে কিলিয়ান এমবাপ্পে গড়লেন রেকর্ড। পিছনে ফেললেন রোনালদোর রেকর্ড।
রিয়াল মাদ্রিদের জার্সিতে আবারও ইতিহাস লিখলেন এমবাপ্পে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শনিবার রাতে রিয়ালের ৪-০ গোলের দাপুটে জয়ে জোড়া গোল করেন ফরাসি তারকা। তাতে তিনি পৌঁছে যান লা লিগায় নিজের ৪৪তম গোলের মাইলফলকে।
এই মৌসুমে লিগে মাত্র ১১ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১৩। এমন ধারাবাহিক পারফরম্যান্সের মধ্য দিয়ে এমবাপ্পে তৈরি করলেন নতুন রেকর্ড। আধুনিক যুগে সবচেয়ে দ্রুত ৪৪ লা লিগা গোলের মালিক এখন তিনি।
অবিশ্বাস্য হলেও সত্য, রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ৪৫ ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন এমবাপ্পে। যা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও দ্রুত! রোনালদো ৪৫ ম্যাচে করেছিলেন ৪৩ গোল।
রিয়ালের কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসই একমাত্র খেলোয়াড়, যিনি এমবাপ্পের থেকেও আগে এই সংখ্যায় পৌঁছেছিলেন, মাত্র ৪৪ ম্যাচে (মতান্তরে ৪৩ ম্যাচে)।
অর্থাৎ, ফুটবলের ইতিহাসে আরেকবার নিজের নাম লিখে ফেললেন ফরাসি বিস্ময়। যার গতি ও গোল করার ক্ষুধা যেন সময়কেও পেছনে ফেলে দিচ্ছে।
এদিন ভ্যালেন্সিয়াকে হারিয়ে ১১ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে দ্বিতীয় স্থানে। আর ১০ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তৃতীয় স্থানে।