আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট ও ওয়ানডেতে এরই মধ্যে অভিষেক হয়েছে তার। এবার টি-টোয়েন্টির অপেক্ষা।
তার সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে সাইফ উদ্দিন দলের সঙ্গে ছিলেন না। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী।
শামীম পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন নিশ্চিতভাবে। তাসকিন এখন আবুধাবিতে টি-টেন লিগ খেলছেন। তার সঙ্গে আছেন সাইফ হাসান। দুজনকে ২৩ নভেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তবে ৩০ বছর বয়সী তাসকিন পরর্তীতে আইএল টি-টেয়েন্টি লিগও খেলবেন। তার সঙ্গী হবেন মোস্তাফিজুর রহমান। দুজনকে ৩ ডিসেম্বর থেকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।
টানা খেলার উপর থাকায় তাসকিনকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে রাখা হয়নি। মোস্তাফিজুর রহমান থাকবেন। বিপিএল শুরুর আগ পর্যন্ত দুজন আইএল টি-টোয়েন্টিতে খেলবেন।
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে ২৭ নভেম্বর। পরের দুইটি ম্যাচ যথাক্রমে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন।