জাতীয় দলের তিন ফরম্যাটে তিন অধিনায়ক। টেস্টে নাজমুল, ওয়ানডেতে মিরাজ, টি-টোয়েন্টি লিটন। আগামী মাসেই মাঠে গড়াবে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আশ্চর্যজনক হলেও সত্য, ছয় দলের এই আসরে এখন পর্যন্ত দল পাননি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন।
টেস্ট ও ওয়ানডে অধিনায়কের আগেভাগেই দল নিশ্চিত হয়ে গেছে। আগামীকাল বিকেলে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। ৫০ লাখ টাকা পারিশ্রমিকে, ‘এ’ ক্যাটাগরি থেকে লিটনকে নিলামে তোলা হবে। সরাসরি চুক্তিতে নাজমুল রাজশাহী ওয়ারিয়র্সে এবং মেহেদী হাসান মিরাজ সিলেট টাইটান্সে নাম লিখিয়েছেন।
লিটনের সঙ্গে নিলামে উঠবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের পারিশ্রমিক ৩৫ লাখ টাকা। লিটনের সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে থাকা নাঈম শেখই কেবল নিলামে উঠবেন। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে আছেন ১২ জন।
সব মিলিয়ে ১৪ জনের থেকে ১২ জনকে দলভুক্ত করতেই হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আগ্রহ থাকলে বাকি ২ জনকেও নেওয়া যাবে। নুন্যতম ১৪ জন এবং সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার বিপিএলে দলে থাকবে। নিলামে সরাসরি সাইন করা বাদে দলগুলো খরচ করতে পারবে সাড়ে চার কোটি টাকা।
নিলামে প্রায় আড়াইশ বিদেশি ক্রিকেটার আছে। নিলাম থেকে দলগুলোকে অন্তত ২ জন বিদেশি ক্রিকেটারকে নিতেই হবে। বিদেশি ক্রিকেটার যত চাই তত নিতে পারবে দলগুলো। তবে খরচ করতে পারবে সাড়ে তিন লাখ ডলার। ম্যাচে বিদেশি ক্রিকেটার খেলতে পারবে সর্বোচ্চ চার জন।
নিলামের প্রাথমিক তালিকায় থাকা অন্তত ৯ ক্রিকেটার জায়গা পাননি চূড়ান্ত তালিকায়। বিপিএলের গত আসরে ফিক্সিংসহ নানা দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদেরকে নিলামের তালিকায় রাখা হয়নি। যেখানে আছে এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনের নামও।
খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিতকরণে এবং মাঠে নামার আগেই ২৫ শতাংশ টাকা পাবেন ক্রিকেটাররা। আরো ৫০ শতাংশ টাকা পেয়ে যাবেন ফাইনাল লিগ খেলার আগে এবং বাকি ২৫ শতাংশ টাকা পাবেন টুর্নামেন্ট শেষ হবার ৩০ দিনের মধ্যে।
বিপিএল নিলাম
সরাসরি চুক্তিতে স্থানীয় ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ (সিলেট টাইটান্স), নাসুম আহমেদ (সিলেট টাইটান্স), মোস্তাফিজুর রহমান (রংপুর রাইডার্স), নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স), তাসকিন আহমেদ (ঢাকা ক্যাপিটালস), সাইফ হাসান (ঢাকা ক্যাপিটালস), হাসান মাহমুদ (নোয়াখালী এক্সপ্রেস), সৌম্য সরকার (নোয়াখালী এক্সপ্রেস), শেখ মেহেদী হাসান (চট্টগ্রাম রয়্যালস), তানভীর ইসলাম (চট্টগ্রাম রয়্যালস), নাজমুল হোসেন শান্ত (রাজশাহী ওয়ারিয়র্স) ও তানজিদ হাসান তামিম (রাজশাহী ওয়ারিয়র্স)।
সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটার: অ্যালেক্স হেলস (ঢাকা ক্যাপিটালস), উসমান খান (ঢাকা ক্যাপিটালস), আহমেদ আবরার (চিটাগং রয়্যালস), মোহাম্মদ নওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), খাজা নাফি (রংপুর রাইডার্স), শাফিয়ান মুকিম (রংপুর রাইডার্স), সাইম আইয়ুব (সিলেট টাইটান্স), মোহাম্মদ আমির (সিলেট টাইটান্স), কুশল মেন্ডিস (নোয়াখালী এক্সপ্রেস) ও জনসন চার্লস (নোয়াখালী এক্সপ্রেস)।