বিপিএলের দ্বাদশ আসর দাপুটে জয় দিয়ে শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর, ২০২৫) উদ্বোধনী ম্যাচে তারা ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্সকে। আর সেটা সম্ভব হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে।
শান্ত তার বিপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন আজ। তার সঙ্গে মুশফিক তুলে নেন ফিফটি। তৃতীয় উইকেটে তাদের দুজনের অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটিতে ভর করে জয় নিশ্চিত করে রাজশাহী।
শান্ত ৬০ বলে ১০টি চার ও ৫ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৩১ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত মুশফিক।
রান তাড়া করতে নেমে ১৯ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম আউট হন ১০ রান করে। ৬২ রানের মাথায় ফিরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শাহিবজাদা ফারহান। তিনি ১ চার ও ১ ছক্কায় ২০ রানের বেশি করতে পারেননি। এরপর শান্ত ও মুশফিকের জুটিতে টলাতে পারেনি সিলেটের বোলাররা।
বল হাতে খালেদ আহমদ ৩ ওভারে ৩০ রানে ১টি ও মেহেদী হাসান মিরাজ ৩ ওভারে ৩৯ রানে নেন ১টি উইকেট।
তার আগে ব্যাট করতে নেমে ৪ ওভারেই ৩৬ রান তোলে সিলেট। এই রানের মাথায় সাইম আইয়ুব আউট হন ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করে। ৬৮ রানের মাথায় ওয়ান ডাউনে নামা হযরতউল্লাহ জাজাই ফিরেন ২ চার ও ১ ছক্কায় ২০ রান করে।
উদ্বোধনী ব্যাটার রনি তালুকদার দেখে-শুনে খেলছিলেন। দলীয় রান শত পেরুতেই ফিরেন তিনি। যাওয়ার আগে ৩৪ বলে ৩ চারে ৪১ রান করে যান। সেখান থেকে পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ৮৪ রানের জুটি গড়ে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন। দলীয় ১৯০ রানের মাথায় আফিফ ১৯ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৩ রান করে ফিরেন। তবে ইমন ৩৩ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন। তাতে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের সংগ্রহ পায় সিলেট।
বল হাতে রাজশাহীর সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন রিনুরা ফর্নান্দো ও তানজিম হাসান সাকিব।