খেলাধুলা

২৪৭ রান তুলে প্রথম দিন শেষ করল দ. আফ্রিকা

আজ শনিবার (২২ নভেম্বর) থেকে গৌহাটিতে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট। টস জিতে সফরকারীরা আগে ব্যাট করতে নেমে ৮১.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে। সেনুরান মুথুসামি ২৫ ও কাইল ভেরেইনি ১ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল রবিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি প্রোটিয়াদের। উদ্বোধনী জুটিতে এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন ৮২ রান তোলেন। এই রানে অবশ্য দুইজনই বিদায় নেন। প্রথমে মার্করাম বুমরাহর বলে বোল্ড হন ব্যক্তিগত ৩৮ রানে। এরপর রিকেলটন উইকেটের পেছনে ধরা পড়েন কুলদীপ যাদবের বলে ব্যক্তিগত ৩৫ রানে।

সেখান থেকে টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবস ৮৪ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। ১৬৬ রানের মাথায় জাদেজার বলে বাভুমা ফিরলে ভাঙে এই জুটি। তিনি ৪১ রান করেন। ১৮৭ রানের মাথায় স্টাবস ফেরেন কুলদীপের দ্বিতীয় শিকার হয়ে। তিনি ৪৯ রান করেন।

এরপর ২০১ রানের মাথায় উইয়ান মুল্ডারের উইকেট নেন কুলদীপ। তিনি ১৩ রানের বেশি করতে পারেননি। আর ২০৪৬ রানের মাথায় টনি ডি জর্জিকে আউট করেন মোহাম্মদ সিরাজ। এরপর দলীয় সংগ্রহে ১ রান যোগ করতেই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এই টেস্টটি কোনোভাবে ড্র করতে পারলে সিরিজ জয় নিশ্চিত হবে তাদের।