সব জল্পনা-কল্পনার পর্দা নামিয়ে অবশেষে ক্রিকেটের মহারণে ফিরল দেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঘরোয়া আসর- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চায়ের নগরী সিলেট আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রূপ নিয়েছে উৎসবের মঞ্চে। ব্যাট-বলের দ্বন্দ্বে মুখর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পর্দা উঠেছে বিপিএলের দ্বাদশ সংস্করণের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।
দুপুর ঠিক ৩টায় শুরু হওয়া এই হাইভোল্টেজ লড়াইয়ে টসের ভাগ্য হেসেছে রাজশাহীর দিকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক মুহূর্তও দেরি না করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলে ঘরের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের প্রত্যাশা কাঁধে নিয়ে শুরুতেই ব্যাট হাতে নামতে হচ্ছে সিলেট টাইটান্সকে।
দীর্ঘ অপেক্ষা, নানা চড়াই-উতরাই আর নানামুখী আলোচনার পর শুরু হওয়া এবারের বিপিএল ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। ব্যাটিংবান্ধব সিলেটের উইকেটে স্বাগতিকরা কি তুলতে পারবে পাহাড়সম স্কোর? নাকি শান্তর নেতৃত্বে রাজশাহীর বোলিং আক্রমণ শুরুতেই চাপের চক্রে বন্দি করবে প্রতিপক্ষকে? উত্তরের অপেক্ষায় এখন পুরো স্টেডিয়াম। আর সঙ্গে কোটি ক্রিকেটপ্রেমী চোখ।
সিলেট টাইটান্স একাদশ: সাইম আইয়ুব, রনি তালুকদার, হজরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো, সান্দীপ লামিচানে, আব্দুল গাফফার, মেহরব হোসেন।