ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ শুক্রবার (০২ জানুয়ারি, ২০২৬) তারকাসমৃদ্ধ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রত্যাশিতভাবেই ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলা অধিকাংশ ক্রিকেটারই জায়গা ধরে রেখেছেন প্রোটিয়াদের বিশ্বকাপ স্কোয়াডে। তবে বড় চমক হিসেবে দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার ট্রিস্টান স্টাবস।
দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এইডেন মার্করামের কাঁধে। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞতার ভারসাম্য রাখতে স্কোয়াডে রাখা হয়েছে কুইন্টন ডি কক ও ডেভিড মিলারের মতো সিনিয়র ব্যাটারদেরও। কিন্তু নির্বাচকদের কঠোর সিদ্ধান্তে জায়গা হয়নি স্টাবসের। যা বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এই বিশ্বকাপ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে করবিন বোশ, ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, জর্জ লিন্ডে, ক্বেনা মাফাকা ও জেসন স্মিথের। নতুনদের ওপর ভর করেই ভবিষ্যতের দিকে এগোতে চাইছে প্রোটিয়ারা।
চোট কাটিয়ে ফিরলেন রাবাদা: বোলিং আক্রমণে বড় স্বস্তি হয়ে ফিরেছেন কাগিসো রাবাদা। ডানহাতি এই পেসার সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে পাঁজরের চোটের কারণে খেলতে পারেননি। বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও ছিল শঙ্কা। তবে পুরোপুরি সুস্থ হয়ে দলে ফেরায় দক্ষিণ আফ্রিকার বোলিং ইউনিট নতুন করে শক্তি পেল। অভিজ্ঞতার বিচারে রাবাদাই এই স্কোয়াডের সবচেয়ে পরিণত বোলার।
জেসন স্মিথের চমকপ্রদ ডাক: বিশ্বকাপ দলে জেসন স্মিথের অন্তর্ভুক্তি অনেকটাই চমক হিসেবে দেখা হচ্ছে। নামিবিয়ার বিপক্ষে সিরিজে শেষবার খেললেও তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। মাত্র দুটি ম্যাচে ৩৭ রান, স্ট্রাইক রেট ১০২.৭৭। তবুও টপ অর্ডার ও মিডল অর্ডার- দুই জায়গাতেই খেলার সক্ষমতা থাকায় তাকে দলে রেখেছেন নির্বাচকরা।
এই মাসজুড়ে প্রোটিয়া ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন এসএ২০ লিগে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই তারা বিশ্বকাপের উদ্দেশে ভারতের পথে পাড়ি জমাবে। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা রয়েছে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে আছে কানাডা, আফগানিস্তান, নিউ জিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে প্রোটিয়াদের বিশ্বকাপ অভিযান।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, জর্জ লিন্ডে, মার্কো ইয়ানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, আনরিখ নর্টজে, ক্বেনা মাফাকা, জেসন স্মিথ ও কাগিসো রাবাদা।