সারা বাংলা

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ জুন) দুপুর ৩টার দিকে তারা কেএমপির সদর দপ্তরের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ  করেন। ফলে বন্ধ হয়ে যায় খানজাহান আলী রোডে সব ধরনের যান চলাচল।

আরো পড়ুন: আলোচিত এসআই সুকান্ত অবশেষে গ্রেপ্তার

আন্দোলনকারীরা জানান, গত মঙ্গলবার (২৪ জুন) খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা এসআই সুকান্ত দাসকে আটকে মারধর করেন। পরে তারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ এসআই সুকান্ত দাসকে ছেড়ে দেয়।

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ১২ ডিসেম্বর এসআই সুকান্ত দাসের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিএনপির নগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ অন্য অভিযোগে দুটি মামলা আছে। এসআই সুকান্ত দাস বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে কেএমপি কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা। পরবর্তীতে পুলিশ সুকান্ত দাসকে গ্রেপ্তার করলেও কমিশনারের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন আন্দোলনকারীরা।

আরো পড়ুন: এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ায় কেএমপি ঘেরাও, প্রধান ফটকে তালা

আন্দোলনকারীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি জানান, খুলনায় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে। প্রায়ই হত্যাকাণ্ড ঘটছে। চোরাচালান, চাঁদাবাজি, মাদকের সিন্ডিকেট কোনো কিছুই নিয়ন্ত্রণে আসছে না। সব অপরাধের দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। তিনি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছেন আন্দোলন চলবে বলেও জানান তিনি।

আরো পড়ুন: খুলনায় এসআইকে মারধরের পর পুলিশে সোপর্দ 

গত বৃহস্পতিবার পুলিশ কমিশনারের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।