ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

খুলনায় এসআইকে মারধরের পর পুলিশে সোপর্দ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২৪ জুন ২০২৫  
খুলনায় এসআইকে মারধরের পর পুলিশে সোপর্দ 

মারধরের শিকার এসআই সুকান্ত দাশ

খুলনায় পুলিশের এসআই সুকান্ত দাশকে মারধর করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে তারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার (২৪ জুন) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর ইস্টার্ন গেট এলাকায় হামলার শিকার হন তিনি।

ভুক্তভোগী বর্তমানে খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে আছেন।

এলাকাবাসী জানান, এসআই সুকান্তের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এসআই সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা করেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, আজ বিকেলে সিএনজিচালিত থ্রি-হুইলারে করে যাচ্ছিলেন এসআই সুকান্ত। থ্রি-হুইলারটি ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর সময় ক্ষুদ্ধ বিএনপির নেতাকর্মীরা এসআই সুকান্তকে গাড়ি থেকে বের করে মারধর করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত বিএনপির সিনিয়র নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে পুলিশের কাছে তুলে দেন।

খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুলবাড়ি গেট এলাকায় দলীয় কর্মসূচি শেষে নেতাকর্মীরা ইস্টার্ন গেট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় তারা এসআই সুকান্তকে দেখতে পেয়ে মারধর করে পুলিশে সোপর্দ করেন। এসআই সুকান্তের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ৪-৫টি মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

খুলনার খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, “নিরাপত্তা জন্য এসআই সুকান্তকে হেফাজতে রাখা হয়েছে। তার শরীরে তেমন আঘাত লাগেনি, শুধু গায়ের টি-শার্ট ছিড়ে গেছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়