ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলোচিত এসআই সুকান্ত অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৬ জুন ২০২৫   আপডেট: ১৬:৫২, ২৬ জুন ২০২৫
আলোচিত এসআই সুকান্ত অবশেষে গ্রেপ্তার

এসআই সুকান্ত দাস

অবশেষে পুলিশের সেই আলোচিত উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কেএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, এসআই (নিরস্ত্র) সুকান্ত কুমার দাসকে খুলনা সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মচারী গ্রেপ্তার-সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে তাকে কোর্টে চালান দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এর আগে গত মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ জনতা এসআই সুকান্তকে আটক করে খানজাহান আলী থানায় সোপর্দ করে। কিন্তু, রাতেই থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কেএমপির সদর দপ্তর ঘেরাও করে কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ রাখে। তারা কেএমপির কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি করেন। এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে রাত পৌনে ৯ টায় বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়