ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:৫৫, ২০ ডিসেম্বর ২০২৫
জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ জরুরি সাংগঠনিক সভা আহ্বান করেছে।

শনিবার (২০ ডিসেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ছাত্রদলের এই জরুরি সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। সভায় সংগঠনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই মূলত ছাত্রদল এই সভা ডেকেছে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দল ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

ঢাকা/আলী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়