ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে ১৩ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:০৯, ২০ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে ১৩ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করেছেন ১৩ নেতাকর্মী।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া প্রেস ক্লাব ও মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৃথক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

আওয়ামী লীগ থেকে পদত্যাগকারী নেতারা হলেন- টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সহ-সভাপতি মো. আরিফুল হক, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফ, মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী ও বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাগচী, নারায়ণ গোলদার ও রনজন গাইন।

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কোনো মিল নেই। যে কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’’

অপরদিকে, মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।

তিনি বলেন, ‘‘শনিবার থেকে আমরা সকলে একযোগে আওয়ামী লীগের সকল পদ পদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না।’’

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়