ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়কে ২ যুবকের মৃত্যুর জেরে পুলিশ ফাঁড়ি ও বক্স ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:০৭, ২০ ডিসেম্বর ২০২৫
সড়কে ২ যুবকের মৃত্যুর জেরে পুলিশ ফাঁড়ি ও বক্স ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিবাগ-সার্কিট হাউস মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশের বিরুদ্ধে ধাওয়ার অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা কালেক্টরেট চত্বরে অবস্থিত পুলিশ ফাঁড়িতে ঢুকে ভাঙচুর চালিয়ে একটি মোটরসাইকেলে আগুন দেয়।

একই সঙ্গে শহরের বিশ্বরোডের ট্রাফিক পুলিশ বক্সে ইটপাটকেল নিক্ষেপ করে ভবনটির সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করার পাশাপাশি বেশ কিছু যানবাহন ভাঙচুর করে তারা।

আরো পড়ুন:

নিহত তরুণরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজইপুর এলাকার পোলাডাঙ্গা-পচাপুকুর মহল্লার শাহ আলম আলীর ছেলে রিফাত (১৮) এবং জোড়বাগান এলাকার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ (১৮)।

 শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে সার্কিট হাউস মোড়ে পুলিশের একটি দল যানবাহন তল্লাশি করছিল। বিকেল ৪টার দিকে রিফাত ও সোহাগ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামানোর সংকেত দেয়। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যরা চলন্ত মোটরসাইকেলটি পেছন থেকে টেনে ধরার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিফাত এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

দুই তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় সড়কে আটকে পড়া বেশ কয়েকটি যানবাহনের কাঁচ ভাঙচুর করা হয়। বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত জনতা বিশ্বরোড মোড়ে অবস্থিত সার্জেন্ট আতাউল হক ট্রাফিক বক্সে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বক্সের সামনে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সার্কিট হাউজ সংলগ্ন পুলিশ ফাঁড়িতে ঢুকে নতুন ভবনে ভাঙচুর চালিয়ে সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরায়। ঘটনার পর থেকে ৩ ঘন্টা ধরে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তাকেও অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

এ বিষয়ে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়