শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জুয়েল রানা
শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম। গ্রেপ্তার জুয়েল একই এলাকার মোয়াজ্জেম আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয় হয় জুয়েলের। এই সম্পর্কের জেরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ওই নারীকে নিয়ে শারীরিক সর্ম্পক করেন জুয়েল। পরে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী। বিয়েতে রাজি না হওয়ায় ভুক্তভোগীর বড় বোন গত ৯ ডিসেম্বর রাতে বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
ওসি শহিদুল ইসলাম বলেন, “জুয়েল রানার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।”
ঢাকা/অদিত্য/মাসুদ