ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ায় কেএমপি ঘেরাও, প্রধান ফটকে তালা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ২৫ জুন ২০২৫   আপডেট: ২০:০৩, ২৫ জুন ২০২৫
এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ায় কেএমপি ঘেরাও, প্রধান ফটকে তালা

উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তারা কেএমপির সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। সদর দপ্তরের সামনের প্রধান সড়ক অবরুদ্ধ থাকায় রূপসা থেকে শহরে প্রবেশপথে বন্ধ রয়েছে যান চলাচল।

বুধবার (২৫ জুন) দুপুরে এলাকাবাসী কেএমপি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় কেএমপি কমিশনারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরো পড়ুন:

আরো পড়ুন: খুলনায় এসআইকে মারধরের পর পুলিশে সোপর্দ 

কেএমপি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেলে খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা মারধর করে এসআই সুকান্তকে পুলিশের হাতে তুলে দেন। তিনি বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে খুলনায় এসেছিলেন তিনি। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ১২ ডিসেম্বর তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও তার বিরুদ্ধে বিএনপির নগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ অন্য অভিযোগে দুটি মামলা আছে।

কেএমপি ভবন ঘেরাও বিষয়ে ছাত্র-জনতার প্রতিনিধি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, “বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, এ কারণে আজ রাত ১০ টা পর্যন্ত কর্মসূচি চলবে। রাতের মধ্যে এসআই সুকান্তকে গ্রেপ্তার এবং কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার পদত্যাগ না করলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

খানজাহান আলী থানার ওসি কবীর হোসেন বলেন, “গতকাল মঙ্গলবার এসআই সুকান্ত আদালতে সাক্ষ্য দিয়ে বাইকযোগে কর্মস্থলে ফিরছিলেন। শিরোমণি এলাকায় পৌঁছালে একদল লোক তাকে মারধর করে। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে যান। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় কোনো অভিযোগ নেই।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়