জাতীয়

সচিবালয়ে নতুন সাজানো কক্ষে বসা হলো না মুরাদের

১০ দিন আগে শুরু হয়েছিল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দফতর পুনরায় সাজানোর কাজ। চলছিল নতুন ডেকোরেশন। কাজ শেষ হতে আর মাত্র একদিন বাকি। অথচ নতুন কক্ষে বসতেই পারলেন না মুরাদ। মঙ্গলবার, ৭ ডিসেম্বর পদত্যাগ করতে হল প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে। 

ফেসবুকে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে প্রচন্ড সমালোচনার মুখে পড়েন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার দুপুরে নিজ দফতরে পদত্যাগ পত্র পাঠিয়েছেন ডা. মুরাদ। 

মঙ্গলবার দুপুরে তার দফতরে গিয়ে দেখা যায়, নতুনভাবে সাজানো হচ্ছে সবকিছু। কাজ প্রায় শেষের দিকে। ডেকোরেশনের কাজ করা একজন শ্রমিক  বলেন, ১০/১২ দিন আগে রুমটি নতুনভাবে ডেকোরেশন করার কাজ শুরু হয়েছিল। কালকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। 

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, কয়েকদিন আগেও রুমটি পরিদর্শন করার সময় যারা কাজ করছিলেন তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেছিলেন, 'সুন্দরভাবে কাজটি কর, আর কতদিন থাকি না থাকি, জানি না।

আরও পড়ুন: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন মুরাদ

সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুরাদ

মুরাদের পদত্যাগ: জামালপুরের আওয়ামী লীগের নেতারা খুশি