ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুরাদ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:৫৭, ৭ ডিসেম্বর ২০২১
সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুরাদ

মুরাদ হাসান। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান পদত্যাগপত্র তার দপ্তরে পাঠিয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর)  বেলা সাড়ে ১২টার দিকে তিনি পদত্যাগপত্র তার নিজের দপ্তরে পাঠান। ইমেইল করে নিজের দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এ পদত্যাগপত্র আজ দুপুরে মন্ত্রীপরিষদ বিভাগে জমা দেওয়া হবে।

পড়ুন: মুরাদের অশ্লীল অডিও-ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

আরো পড়ুন:

এর আগে মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার (৬ ডিসেম্বর) রাতে নিজের সরকারি বাসভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পড়ুন: ফোনালাপ ফাঁস, মুখ খুললেন মাহি

ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্য এবং অডিও ফাঁস হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। 

২০১৯ সালের মে মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সংসদ সদস্য।

পড়ুন: তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত‌্যাগের নির্দেশ

আসাদ/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়