শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
রবিবার (২১ ডিসেম্বর) উপজেলার রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। আহতরা হলেন- কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও সিফাত (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু বক্করকে মৃত ঘোষণা করেন। এছাড়া, বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ওসি নাজমুল হাসান বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/তারিকুল/রাজীব