ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন মুরাদ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:৫৮, ৭ ডিসেম্বর ২০২১
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন মুরাদ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান পদত্যাগপত্র তার দপ্তরে পাঠিয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি পদত্যাগপত্র ইমেইল করে পাঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদত্যাগ’র নির্দেশ দেয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

পড়ুন: সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুরাদ

এরপর দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাস দেন।  সেখানে তিনি তার ভুলের জন্য ক্ষমা চান।

রাইজিংবিডির পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।  জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন মুরাদ। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে আক্রমণ করেন তিনি। এতে নিন্দার ঝড় ওঠে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অশালীন ভাষায় ঘায়েল করার এই চেষ্টার পর প্রতিবাদ জানায় বিএনপি। নারী নেত্রীরাও এর সমালোচনা করেন। তিনি এই ধরনের বক্তব্য দিয়েও কীভাবে মন্ত্রিসভায় থাকেন, সেই প্রশ্ন তোলে বিভিন্ন সংগঠন।

পড়ুন

মুরাদের অশ্লীল অডিও-ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

ফোনালাপ ফাঁস, মুখ খুললেন মাহি

তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত‌্যাগের নির্দেশ

আসাদ/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ