চা-বাগান

চা-বাগান হলো এমন একটি কৃষিভূমি যেখানে চা গাছ চাষ ও উৎপাদন করা হয়, যা সাধারণত সবুজ পাহাড়ের ঢালে দেখা যায় এবং বাংলাদেশ ও ভারতের সিলেট, দার্জিলিং-এর মতো অঞ্চলে এটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয়, বিশেষ করে শ্রীমঙ্গলকে `বাংলাদেশের চা-রাজধানী` বলা হয়।