ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

চাঁদপুরে পুকুরে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ২৯ মার্চ ২০২৪   আপডেট: ০৯:৪৭, ২৯ মার্চ ২০২৪
চাঁদপুরে পুকুরে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়। একই উপজেলার কাশিমপুর খামার বাড়ির পুকুরে ডুবে বায়েজিদ নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত তিন শিশু হলো- সামিউল (৪)  সামিয়া (৩) এবং বায়েজিদ (৪)।  

সামিউল ও সামিয়া আপন দুই ভাইবোন। তাদের স্বজন জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে বাড়িতে খেলা করছিল সামিউল ও সামিয়া। খেলতে গিয়ে এক সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিুশুর মৃত্যু হয়েছে।

বায়েজিদের মা কুলসুমা বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে বায়েজিদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। 

মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বলেন, শিশু বায়েজিদের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।

/অমরেশ/লিপি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়