ডিসেম্বর ও কাদালেপা মাইক্রোবাস
মাঙ্কি ক্যাপ আর মাফলারে লুকানো মুখগুলো পরস্পরের দিকে তাকায়। না, কারো মুখ চেনা যাবে না। নিশ্চিন্ত হয়ে এবার তারা লাফ দিয়ে উঠে পড়ে কাদালেপা মাইক্রোবাসে। ডিসেম্বরের শীতের রাতে সে মাইক্রোবাস এগিয়ে চলে শান্তিনগরের চামেলীবাগের পথে।