ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুমিল্লায় ট্রাকচালক হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:০২, ১৫ সেপ্টেম্বর ২০২২
কুমিল্লায় ট্রাকচালক হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড

২০০৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে জয়নাল আবেদীন নামের এক ট্রাকচালককে হত্যা করা হয়। ১৬ বছর পর সেই হত্যাকাণ্ডের ঘটনায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই ঘটনায় অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে এক লাখ টাকা করে জরিমানা এবং কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর জেলার বাসিন্দা আহসান উল্লাহ ও চট্টগ্রাম জেলার বাসিন্দা মোহাম্মদ হোসেন। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা শামছুল হক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মজিবুর রহমান বাহার জানান, ২০০৬ সালের ২০ জুন চৌদ্দগ্রামের আমানগণ্ডা এলাকায় ট্রাক লুট করার সময় চালক জয়নাল আবেদীনকে খুন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্ত শেষে আহসান উল্লাহ, মো. হোসেন ও মো. শামসুল হককে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন।

২০০৭ সালের ১ মার্চ তিন জনের নামে আদালতে চার্জ গঠন করা হয়। আসামিরা মামলা চলাকালে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়