ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ফরিদপুরে স্বস্তির বৃষ্টিতে জনমনে প্রশান্তি

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৯ জুন ২০২৩  
ফরিদপুরে স্বস্তির বৃষ্টিতে জনমনে প্রশান্তি

কয়েকদিন ধরে চলতে থাকা টানা তাপদাহের মধ্যে ফরিদপুর শহরে হয়েছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (৯ জুন) জুম্মার নামাজের পড়েই জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। তীব্র গরমের মধ্যে এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনমনে।

এদিকে, অনেককেই বৃষ্টির পানিতে ভিজে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। কয়েকদিন ধরেই আবহাওয়া অধিদপ্তর সারা দেশে বৃষ্টি পূর্বাভাস জানিয়ে আসছিল। অবশেষে বৃষ্টির দেখা পেয়ে আনন্দিত সবাই।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর চরভদ্রাসনে বৃষ্টির জন্য ইসতেসকা নামাজ আদায় করেন মুসল্লিরা। 

ফরিদপুর আবহওয়া অফিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আজ দুপুরে ফরিদপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরো কমবে বলে আশা করা যাচ্ছে।

ফরিদপুর সদরের বাসিন্দা রিফাত ইসালাম জানান, গরমে দম যায় যায় অবস্থা ছিল। বৃষ্টিতে এবার কিছুটা স্বস্তি মিলেছে। গ্রীষ্মকালীন ফল ও মানুষের জন্য এ বৃষ্টি খুব দারকারি ছিল।

জনতার মোরের রিকশাচালক ফরিদ জানান, একটানা অনেক দিন ধরে গরম। শুধু শুনেই যাচ্ছিলাম বৃষ্টি হবে। কিন্তু হচ্ছিল না। আজ বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। এখন অনেক শান্তি লাগছে। গরমে দম বোরিয়ে যাচ্ছিল। কারেন্ট না থাকায় অবস্থা আরও খারাপ হচ্ছিল।

নিরব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ